মানিকগঞ্জে তাবলিগ জামাতের আরও ৩ জন করোনায় আক্রান্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ০৬:০১ পিএম মানিকগঞ্জে তাবলিগ জামাতের আরও ৩ জন করোনায় আক্রান্ত
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে হোম কোয়ারান্টানে থাকা তাবলিগ জামাতের ১২ জনের মধ্যে ৩ জনের শরীরে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে।

জেলা সিভিল সার্জন জানান, আক্রান্ত ৩ ব্যক্তি ফরিদপুরের বাসিন্দা।

গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদ্রাসায় তাবলিগ জামাতে এসেছিলেন ১৩ সদস্যের একটি দল। তাদের মধ্যে শনিবার (৪ এপ্রিল) ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পরেই ওই দলের বাকি সদস্যদের ওই মাদ্রাসাতেই রাখা হয় হোম কোয়ারান্টানে।

লকডাউন করা হয় সিংগাইর পৌর এলাকা। 

মানিকগঞ্জের আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে কোয়ারান্টানে থাকা ৫৩ মুসল্লিসহ ৫৭ জনের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে।

এসএমএম