কবরস্থান জিয়ারত করা থেকে বিরত থাকার আহ্বান ডিএনসিসি’র

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ০৮:৪৪ পিএম কবরস্থান জিয়ারত করা থেকে বিরত থাকার আহ্বান ডিএনসিসি’র

করোনাভাইরাস সংক্রমণ রোধে লোকজনকে কবর জিয়ারত করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সামাজিক দূরত্ব বজায় রাখা এবং লোকজনকে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য ডিএনসিসি কর্তৃপক্ষ তাদের অধীনে থাকা কবরস্থানগুলোতে জিয়ারত, দোয়া ও মোনাজাতের মতো বিভিন্ন কার্যক্রম স্থগিত করেছে বলে জানিয়েছেন মঙ্গলবার (৭ এপ্রিল) সংস্থার জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন।

তবে কবর দেয়ার কাজ চলমান থাকবে বলে জানান তিনি। 

এসএমএম