কোভিড-১৯

‘প্রয়োজনে’ বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৫:৪৯ পিএম ‘প্রয়োজনে’ বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ● ফাইল ছবি

করোনাভাইরাসের নাজুক পরিস্থিতির মধ্যে প্রয়োজন হলে বিদেশে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন৷

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি জানান, যেসব দেশ থেকে প্রবাসীদের ফেরত আনা জরুরি, তাদের ফিরিয়ে আনা হবে। তবে বাকিদের জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে সরকার। তবে এক্ষেত্রে জরুরি পরিস্থিতি বিবেচনায় রেখে ফেরত আনাকেই প্রাধান্য দেয়া হবে।

প্রবাসীদের ফেরত আনতে কিংবা তাদের জন্য করণীয় ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

ওই সভায় পররাষ্ট্র, প্রবাসী এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএমএম