কোভিড-১৯

ঘরে তারাবি পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০, ০২:০৪ পিএম ঘরে তারাবি পড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ● টিভি থেকে নেয়া

পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আল্লাহ যে কোনও স্থান থেকে ইবাদত করলেই কবুল করেন। আপনারা জানেন করোনাভাইরাসের কারণে মক্কায় মসজিদে নামাজ বন্ধ হয়েছে। কাজেই ঘরে বসেই নামাজ আদায় করুন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের কয়েকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আসন্ন রমজানে পণ্য সরবরাহ যেন সচল থাকে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে। নিম্নবিত্তদের জন্য ১০ টাকার চাল দিব। ৫০ লাখ রেশন কার্ড আছে, আরও ৫০ লাখ রেশন কার্ড দেব।

দেশের এ কান্তিকালে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এসএমএম

আরও সংবাদ