কোভিড-১৯

মৃত্যুর পরও অবহেলা, কবরের রশিদও সংগ্রহ করছেন না স্বজনরা

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২০, ০৮:৩৬ পিএম মৃত্যুর পরও অবহেলা, কবরের রশিদও সংগ্রহ করছেন না স্বজনরা
সংগৃহীত ছবি

পৃথিবীর মায়া ছেড়েছেন কিন্তু অবহেলা পিছু ছাড়েনি। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রিয়জনের দাফন শেষ হয়েছে মাস পেরোতে চললো। এখনও কবরের রশিদ সংগ্রহ করেননি স্বজনরা। খিলগাঁও কবরস্থানের যে অংশে দাফন হচ্ছে করোনা আক্রান্ত বা সন্দেহে মৃতদের, সেখানে পানি উঠে যাওয়ায় তা ঠিক রাখতে হিমশিম খাচ্ছে কর্মীরা।

খিলগাঁও কবরস্থানে মাত্র ছয় জন মিলে দাফন করেছেন ১৯১ জনকে। যাদের মধ্যে ১৬০ জন করোনায় মৃত আর বাকিরা সন্দেহের তালিকায়।

দাফনের কাজে নিয়োজিত এসব মানুষের এবারের অভিজ্ঞতা ভিন্ন। স্বাভাবিক সময়ে আত্মীয়-পরিজনদের মমতায় মৃতদের দাফন হলেও করোনায় চিত্র একবারেই আলাদা।

কোভিড ১৯ আক্রান্ত মৃতদের কবরের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা বলছেন, মৃত্যুর পরও অবহেলা পিছু ছাড়ছে না তাদের।

একি শুধুই করোনার ভয় নাকি, সামাজিক মূল্যবোধের অবক্ষয়? গোরস্তানে দাফনের সাথে সংশ্লিষ্টরা বলছেন, জানাজায় অংশগ্রহণ না করলেও, আত্মীয়-সজ্বনরা যেন এসে রশিদটি অন্তত নিয়ে যান।

খিলগাঁও কবরস্থান কতৃপক্ষ মোহাম্মদ ফেরদৌসের আহ্বান, মৃতদের স্বজনরা যেন এসে অন্তত কবরের রশিদটি বুঝে নিয়ে যান।  

খিলগাঁও কবরস্থানে পানি উঠে যাওয়ায় গেল শুক্রবার (১ মে) থেকে করোনায় মৃতদের দাফন হচ্ছে রায়ের বাজার গোরস্তানে। চ্যানেলটোয়েন্টিফোর।

এসএমএম

আরও সংবাদ