উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিট

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২০, ০৫:২৭ পিএম উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিট
সংগৃহীত ছবি

ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশন সেন্টারে গতরাতে আগুনে পাঁচ জন রোগী মারা যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উচ্চ ঝুঁকিতে রোগীদের সেখানে রাখা হয়েছিল।

ঢাকার গুলশানে হাসপাতালটি পরিদর্শন করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক (ঢাকা বিভাগ) দেবাশীষ বর্ধন বলেন, আইসোলেশন সেন্টারটি তৈরি করা হয়েছি অস্থায়ীভাবে। সেখানে একটি সানশেডের নিচের রোগীরা মারা যায়।

তিনি বলেন, আগুনের সূত্রপাত হওয়ার পর ভিকটিমরা সেখান থেকে আর বের হতে পারেননি।

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। দেবাশীষ বর্ধন তদন্ত কমিটির প্রধান।

দেবাশীষ বলেন, টিন শেড দিয়ে হাসপাতালের সম্প্রসারিত অংশে আইসোলেশন সেন্টার করা হয়েছিল। পার্টিশনের জন্য সেখানে পার্টেক্সের মতো দাহ্য বস্তু ব্যবহার করা হয়েছিল।