সাত দিনে করোনা উপসর্গ নিয়ে ১০৭০ মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২০, ১০:৩৩ এএম সাত দিনে করোনা উপসর্গ নিয়ে ১০৭০ মৃত্যু

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক সপ্তাহে (৭ জুন থেকে ১৩ জুন) এক হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)।

শুক্রবার করোনাভাইরাসের সংক্রমণের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত সাপ্তাহিক হাইলাইটসে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত এই সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেন। এতে সবচেয়ে বেশি ৩১০ জন মারা যায় চট্টগ্রাম বিভাগে। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগ। এখানে ২৭০ জন মারা যায়। সবচেয়ে কম ৩৩ জন মারা যায় ময়মনসিংহ বিভাগে। যা গত সপ্তাহের তুলনায় ১৭৯ জন বেশি।

এসকে