আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোলক’

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ০৭:৪৯ পিএম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোলক’
নোলক ছবির একটি দৃশ্যে শাকিব-ববি।

আসছে ১ আগস্ট ভারতের দিল্লীতে  ‘ইন্দুস ভ্যালী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র আসর বসতে যাচ্ছে। করোনাকালেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক ধারার ছবি ‘নোলক’। বিভিন্ন দেশ থেকে আসা ছবি নানা ক্যাটাগরিতে জমা পড়ে। উৎসবে বাংলাদেশের চারটি ছবি প্রদর্শিত হবে।

বিষয়টি জানিয়েছেন ইন্দুস ভ্যালী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের সমন্বয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশক, জুরি ও চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ। চারটি ছবির মধ্যে সাকিব সনেট পরিচালিত ও প্রযোজিত ‘নোলক’ চলচ্চিত্রটি পপুলার ক্যাটাগরিতে বাণিজ্যিক সিনেমা হিসেবে মনোনিত হয়েছে। ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ইয়ামিন ববি হকসহ অনেকে।

নোলক বাণিজ্যিক ছবি হলেও এটি সব ধরনের দর্শকের কথা বিবেচনায় নির্মিত হয়েছে।ববি ক্যারিয়ারের অন্যতম সুন্দর একটি চরিত্রে অভিনয় করেছে। প্রেক্ষাগৃহের মতো উৎসবে নোলক ছবিটি সবার নজর কাড়তে পারে। 

সরকারি অনুদানে নির্মিত মাসুদ পথিকের সিনেমা ‘মায়া-দ্য লস্ট মাদার’ ফিচার ফিল্ম সেকশনের জন্য মনোনীত হয়েছে এ উৎসবে। অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, মুমতাজ সরকারসহ অনেকেই। মিজানুর রহমান লাবু পরিচালিত ‘মালাভাবি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এবং অনার্য মুর্শিদ পরিচালিত ‘কাসিদা অব ঢাকা’ ডকুমেন্টারি বিভাগের জন্য মনোনীত হয়েছে।