কালিয়াকৈরে বেতন ও ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২০, ১১:৩২ এএম কালিয়াকৈরে বেতন ও  ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ
সংগৃহীত ছবি

গাজীপুর কালিয়াকৈরে চলতি মাসের বেতন এবং ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

পুলিশ জানায়, এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারাখানা কর্তৃপক্ষ ঈদের ছুটি কমানোর সিদ্ধান্ত নেয়। বিষয়টি জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। একপর্যায়ে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি।

স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে ছিনিয়ে নেয় ক্যামেরাও। এতে পাঁচ ঘন্টা বন্ধ থাকে গাড়ি চলাচল। ভোগান্তি পড়েন যাত্রীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় শ্রমিকদের।

কেএপি

আরও সংবাদ