স্টেশনে ঘরমুখো মানুষের খুব একটা ভিড় নেই 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০২০, ০৯:৩৩ এএম স্টেশনে ঘরমুখো মানুষের খুব একটা ভিড় নেই 

ঈদের একদিন বাকি থাকলেও ঘরমুখো মানুষের খুব একটা ভিড় নেই বাস-লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে। মহাসড়কে যানজটের ফলে টার্মিনালে কিছুটা দেরিতে আসছে বাস। এতে অপেক্ষা বাড়ছে যাত্রীদের। সীমিত আকারে চলাচল এবং অনলাইন টিকিট বিক্রির ফলে রেলস্টেশনে ভিড় কম।

 
ঈদের একদিন আগে অন্য সময়ের মতই সাধারণ ভিড় লক্ষ করা গেছে গাবতলী, মহাখালিসহ রাজধানীর বাস টার্মিনালগুলোতে।

তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের তেমন চাপ না থাকলেও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে।

একই অবস্থা শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটেরও। অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে যাত্রীবাহি বাস ও পশুবাহী ট্রাক। 

এম

আরও সংবাদ