ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের রাজনীতিতে জড়াবে না: পররাষ্ট্রমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২০, ০৭:০১ পিএম ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের রাজনীতিতে জড়াবে না: পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস এর প্রতিষেধক ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ কোনো ধরনের রাজনীতিতে জড়াবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। চীনা ভ্যাকসিন ও ভারত থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে আনার বিষয়ে সাংবাদিকদের মন্ত্রী জানান, দুই ক্ষেত্রেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন বাংলাদেশে প্রয়োগের প্রস্তাব আগেই দিয়েছে চীন। কয়েকমাস ধরে আলোচনার পর এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। আবার এই ভাইরাস প্রতিরোধে বিশ্বে সবচেয়ে আলোচিত অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে ভারতের সেরাম ইন্সটিটিউটের সাথে চুক্তি করেছে দেশের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র সঙ্গে ভ্যাকসিন পরীক্ষার জন্য একটি চুক্তি করা হয়েছে। তবে এ নিয়ে কোনো ধরনের রাজনীতি জড়ানো ঠিক হবে না।

তবে কবে নাগাদ এসব ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছাবে তা নিয়ে নিশ্চিত নন কেউই।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সব পথই খোলা রাখা হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশে যেভাবে পরীক্ষা চালানো হয়েছে, তা অনুসরণ করেই পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

জাগরণ/এমইউ

আরও সংবাদ