জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ১২:২৯ এএম জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অভিযোজন তহবিল বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এফ টুয়েন্টি ক্লাইমেট সলিউশন উইক- উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভার্চুয়াল আয়োজনে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এফ টুয়েন্টি ও কিং খালেদ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর সহযোগিতা এবং টেকসই ব্যবস্থাপনার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

বাস্তুচ্যুত ও জলবায়ু শরণার্থী ইস্যুতে বৈশ্বিক সমর্থন জোগাতে জি টুয়েন্টিকে বৃহত্তর দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। 

কেএপি

আরও সংবাদ