পাবনা-৪ আসনের উপনির্বাচন

আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ না হলে কঠোর ব্যবস্থা: সিইসি

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০, ০১:৫৪ পিএম আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ না হলে কঠোর ব্যবস্থা: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ফাইল ছবি

পাবনা-৪ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। 

পাবনা-৪ আসনের উপনির্বাচন নিয়ে প্রশাসন এবং আইশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি বলেন, নির্বাচনে বহিরাগতরা যেনো প্রভাব বিস্তার করতে না পারে, সেদিকে নজর রাখবেন। দিনের ভোট রাতে হবার সুযোগ নেই, বলে পাবনা-৪ আসনের প্রার্থী এবং ভোটারদের আশ্বস্ত করেছেন তিনি।

গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। পাবনা-৪ নির্বাচনী এলাকার (আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা) শূন্য আসনে আগামী ২৬ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হবে।

জাগরণ/এমএইচ

আরও সংবাদ