ভোটারের উপস্থিতি খুবই নগণ্য, কেন্দ্রের ভিতর চলছে আড্ডা

জাগরণ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ১২:৫৫ পিএম ভোটারের উপস্থিতি খুবই নগণ্য, কেন্দ্রের ভিতর চলছে আড্ডা

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটারের আমেজ খুব একটা নেই। অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি বলতে গেলে খুবই নগণ্য। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে করে দেখা গেছে, ভোটার উপস্থিতি ও ভোট প্রয়োগের হার একেবারেই কম। ভোট কক্ষের ভেতর পোলিং অফিসাররা গল্পগুজব করে অলস সময় পার করছেন। নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা কেন্দ্রের সামনে বসে আড্ডা দিচ্ছেন।

যাত্রাবাড়ি ধলপুর কমিউনিটি সেন্টার ও আউটফল তেলেগু কমিউনিটি সেন্টার এই দুটো কেন্দ্রঘুরে কোনো ভোটার উপস্থিতি দেখা মিলেনি।  আওয়ামী লীগ প্রার্থীদের এজেন্ট ও কর্মী দেখা গেলেও বিএনপির কাউকে দেখা যায়নি।

যাত্রাবাড়ির আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজে দুপর বারোটা পর্যন্ত গুটিকয়েক ভোটার লক্ষ্য করা গেছে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হামিদুল ইসলাম বলেন, এখনো প্রত্যাশিত ভোটারদের লক্ষ্য করা যায়নি। হয়তো দুপরের পর ভোটার বাড়বে। কেন্দ্রটির মহিলা বুথের প্রিজাইডিং অফিসার মোতাহার হোসেন বলেন, অল্পসংখ্যপক ভোট পড়েছে। তবে সামসুল হক খান স্কুল এন্ড কলেজে দেখা গেছে কেন্দ্রের ভেতরে, কেন্দ্রের মাঠের ভেতরে বহিরাগত লোকজন দাঁড়িয়ে আছেন। 

জাগরণ/এমআর