তাজরীন অগ্নিকাণ্ডের ৮ বছর

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০, ০৯:৪৭ এএম তাজরীন অগ্নিকাণ্ডের ৮ বছর

১১৩ শ্রমিকের জীবন কেড়ে নেওয়া আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের আট বছর পূর্ণ হলো আজ। আট বছর আগে আজকের দিনে ভয়াবহ আগুনের বিভীষিকায় প্রাণ হারান শতাধিক শ্রমিক। আহত হয়ে বেঁচে ফিরেছেন আরো কয়েক শত জন। সেই স্মৃতি পেছনে ফেলে বাঁচার লড়াই করছেন বেঁচে ফেরা শ্রমিকরা।  দোষীদের বিচারের পাশাপাশি এখন পুনর্বাসনই তাদের একমাত্র চাওয়া।

এদিকে, আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে টালবাহানার শেষ নেই। অগ্নিকাণ্ডে দায়ীদের বিচারেও দীর্ঘসূত্রতার অভিযোগ রয়েছে। এসব অনিয়ম নিয়ে টানা ১৪ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে তাজরিন ফ্যাশনের শ্রমিকরা। শুক্রবার মানববন্ধন এবং সংবাদ সম্মেলনে দুঃখ-দুর্দশার করুণ আর্তনাদ তুলে ধরেন তারা। তারা চান যৌক্তিক ক্ষতিপূরণ। 

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশন পোষাক কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ১১৩ জন শ্রমিক আগুনে পুড়ে মারা যায়। এছাড়া আহত হন আরো ১০৪ জন। গার্মেন্টসটিতে ওই সময় ১ হাজার ১৬৩ জন শ্রমিক কাজ করতেন। কিন্তু দুর্ঘটনার দিন ৯৮৪ জন শ্রমিক সেখানে কর্মরত ছিলেন। আগুনে তৃতীয় তলায় ৬৯ জন, চতুর্থ তলায় ২১ জন, পঞ্চম তলায় ১০ জন এবং পরবর্তী সময়ে বিভিন্ন হাসপাতালে মারা যান ১১ জন। ৫৮ জনের মৃতদেহ শনাক্ত হওয়ায় তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৫৩ জনের মৃতদেহ শনাক্ত না হলেও তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

জাগরণ/এমআর