করোনা টিকার রেজিস্ট্রেশন করবেন যেভাবে

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৯:৫৬ এএম করোনা টিকার রেজিস্ট্রেশন করবেন যেভাবে

করোনা টিকার প্রথম ডোজ আসছে বৃহস্পতিবার (২১ জানুয়ারি)। ২৮ দিন পর আসবে দ্বিতীয় ডোজ। প্রথম চালানের ৫০ লাখ ডোজ দেওয়া যাবে ২৫ লাখ মানুষকে।

টিকা প্রদানের সুনির্দিষ্ট তালিকাও তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে সঙ্গে টিকা বণ্টন সহজ করতে অনলাইন রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা রয়েছে। অ্যাপসের মাধ্যমে চলবে এই রেজিস্ট্রেশন।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই ও তথ্যপ্রযুক্তি বিভাগ এই অ্যাপটি তৈরি করছে। শেষ মুহূর্তের মডিফিকেশন বা রূপান্তরের কাজ চলছে। ২৫ জানুয়ারি স্বাস্থ্য বিভাগের কাছে এই অ্যাপটি হস্তান্তর করবে আইসিটি বিভাগ। ২৬ জানুয়ারি থেকে অনলাইনেই নিবন্ধন শুরু হবে।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন তা নিয়ে সুনির্দিষ্ট ধারণাও দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকার টিকাগ্রহীতার সম্পর্কে যেমন সব তথ্য পাবেন, তেমনি যারা টিকা নেবেন, তারাও পরবর্তী আপডেট সম্পর্কে জানতে পারবেন।

চলুন দেখে নিই টিকা রেজিস্ট্রেশনে কী কী করতে হবে

  • স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর এবং অ্যাপলের অ্যাপস্টোরেই এ অ্যাপটি পাবেন।
  • টিকা দেওয়ার কার্যক্রম শুরুর অন্তত দুই সপ্তাহ আগে অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
  • প্রত্যেকে নিজ মোবাইলেই রেজিস্ট্রেশন করতে পারবেন। স্মার্ট মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করতে হবে।
  • যারা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, তাদেরও রেজিস্ট্রেশন করতে হবে।
  • মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোডের পর ফোন নম্বর ও এনআইডি নম্বর দিয়ে সচল করতে হবে।
  • এরপর অ্যাপে টিকা গ্রহণ নিবন্ধনের জন্য গ্রহীতার নাম, জন্ম তারিখ, এনআইডি নম্বর, অন্য কোনো শারীরিক জটিলতা আছে কি না এবং পেশা প্রভৃতির বিস্তারিত তথ্য দিতে হবে।
  • কারা আগে টিকা পাবেন, সেই অগ্রাধিকারের তালিকাটি প্রতিষ্ঠান ও সংগঠন থেকেও সংগ্রহ করা হবে।
  • নিবন্ধিত ব্যক্তিদের তালিকা অনুযায়ী কবে, কখন ও কাকে টিকা দেওয়া হবে এবং কোথায় ও কোন সময় টিকা পাবেন, সবকিছুই মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
  • নির্দিষ্ট সময়ে নির্ধারিত কেন্দ্রে হাজির হয়ে টিকা সুবিধা নেওয়া যাবে।
  • করোনা টিকা দুটি করে ডোজ পাওয়া যাবে। প্রথম ও দ্বিতীয় ডোজের বিস্তারিতও অ্যাপের মাধ্যমে জানা যাবে।