অবৈধ স্থাপনা উচ্ছেদ

দখলদারদের সঙ্গে ডিএনসিসি‍‍র সংঘর্ষ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ১১:৪১ এএম দখলদারদের সঙ্গে ডিএনসিসি‍‍র সংঘর্ষ

রাজধানীর মিরপুরের পল্লবীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দখলদারদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় উত্তরের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা যায়, পল্লবীর রাস্তার দুই পাশে ডিএনসিসির অনুমোদন না নিয়েই গড়ে ওঠে শত শত অবৈধ স্থাপনা। সকালে ডিএনসিসি সেগুলো উচ্ছেদে অভিযানে নামলে স্থানীয় ও দখলদাররা রাস্তার দুই পাশে জড়ো হয় এবং বাধা দেয়। একপর্যায়ে ডিএনসিসির কর্মকর্তা ও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে তারা।

ডিএনসিসি কর্মকর্তারা জানান, তারা অনেকবার অবৈধ দখলদারদের সেখান থেকে চলে যেতে নোটিশ দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে একটি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তারা আরো জানান, অভিযান চলাকালে দখলদাররা কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।