পাঁচ হাসপাতালে টিকাদান শুরু

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ১০:৪৮ এএম পাঁচ হাসপাতালে টিকাদান শুরু

রাজধানীর পাঁচ হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে দিনের প্রথম টিকা নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ বিএসএমএমইউর ২০০ জনের টিকা নেওয়ার কথা আজ।

বুধবার বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তার টিকা নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচির শুরু হয়। এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে বিএসএমএমইউ ছাড়াও রাজধানীর আরো চারটি হাসপাতালে টিকাদান কর্মসূচি চলবে। হাসপাতালগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল। 

এর মধ্যে মুগদায় ৪০০, কুর্মিটোলায় ১০০ ও বাংলাদেশ-কুয়েত মৈত্রীতে ৬০ জন  স্বাস্থ্যকর্মী টিকা নেবেন বলে জানা গেছে।

আজ টিকা দেওয়ার পর এই কর্মসূচি সাময়িক বন্ধ থাকবে। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। অ্যাপ ও সুরক্ষা (www.surokkha.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে টিকার জন্য নাম নিবন্ধন করা যাবে।

টিকা পেতে নাম নিবন্ধন করবেন যেভাবে

আরও সংবাদ