করোনার টিকা নিলেন প্রতিমন্ত্রী পলক

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২১, ১১:২৬ এএম করোনার টিকা নিলেন প্রতিমন্ত্রী পলক

মন্ত্রিপরিষদের প্রথম সদস্য হিসেবে করোনার টিকা নিলেন  তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার সকাল ১০.৪২ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে টিকা নেন তিনি।

টিকা নেওয়ার আগে নিবন্ধন সম্পন্ন করেন পলক। তারপর বুথে গিয়ে টিকা নিয়ে পর্যবেক্ষণের জন্য নির্ধারিত জায়গায় বিশ্রাম নেন তিনি।

এর আগে সকালে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রথম টিকা নেন। 

আজ থেকে রাজধানীর ৫টি হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিএসএমএমইউ ছাড়া অন্য হাসপাতালগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল।

আরও সংবাদ