আটক পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১, ১০:১২ পিএম আটক পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলা সীমান্ত থেকে এক পুলিশ সদস্যকে আটকের পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার রাত ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই পুলিশ সদস্যকে ফেরত দেয় তারা। এর আগে গত রোববার রাতে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। ওমর ফারুক (২৪) জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত।

এলাকাবাসী জানান, ওমর ফারুক ও মোশারফ হোসেনসহ পুলিশের তিন সদস্য রোববার রাত সাড়ে ৮টার দিকে ভারতের অভ্যন্তরে সীপাহীপাড়া গ্রামে ঢুকেন। ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ওই গ্রাম থেকে বাংলাদেশে পাচার হয়ে থাকে।

সেখানে অবস্থানকালে কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে এক ভারতীয়র হাতে হ্যান্ডকাফ পরান মোশারফ হোসেন। এ নিয়ে তুমুল ঝগড়া বাধে।

এক পর্যায়ে গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় তারা ওমরকে আটক করে ও তাকে মারধরের পর বিএসএফের হাতে তুলে দেয়। সোমবার রাত ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই পুলিশ সদস্যকে ফেরত দেয় বিএসএফ।