কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবিতে মানববন্ধন

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০২:৪৫ পিএম কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবিতে মানববন্ধন

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জাদুঘরের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

সংগঠনের যুগ্ম সম্পাদক মেহেদী হক বলেন, “আমাদের এখন একটাই দাবি কিশোরের জামিন। আশা করছি কর্তৃপক্ষ তা বিবেচনা করবেন।”

কার্টুনিস্ট কিশোরের জামিন দেওয়া জরুরি। তার দ্রুত জামিন এবং যথাযথ চিকিৎসার আবেদন জানান কার্টুনিস্ট আবু হাসান। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সারাবাংলা ডটনেটের কার্টুনিস্ট আবুল হাসান আবু, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি নিউ এইজের সিনিয়র কার্টুনিস্ট মেহেদী হক, সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক কার্টুনিস্ট নাসরীন সুলতানা মিতু, কার্টুনিস্ট ও স্থপতি রিশাম শাহাব তীর্থ, কার্টুনিস্ট মাহাতাব রশীদ প্রমুখ।