একদিনে পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৬১৪

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৫:৪৩ পিএম একদিনে পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৬১৪

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৬১৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৪৭ হাজার ৯৩০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে  ৮ হাজার ৪২৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬২৭ জন।

বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া পাঁচজনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৪২৮ জনের মৃত্যু হল।

দেশে প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।