এইচ টি ইমামের মৃত্যু

প্রথম জানাজা সিরাজগঞ্জে, বনানীতে দাফন

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৮:৪০ এএম প্রথম জানাজা সিরাজগঞ্জে, বনানীতে দাফন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের (৮২) প্রথম নামাজে জানাজা হবে বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১১টায় সিরাজগঞ্জের উল্লাহ পাড়ায়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও এইচ টি ইমামের পারিবারিক সূত্র এ তথ্য জানায়।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টায় এইচ টি ইমামের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এরপর বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ বনানী কবরাস্থানে দাফন হবে।

কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি ছিলেন এইচ টি ইমাম।

দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, রাত সোয়া ১টায় এইচ টি ইমামকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শোক জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। 

১৯৩৯ সালে জন্ম এইচ টি ইমামের। ২০১৪ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে ছিলেন।