বিয়ে, মাহফিল, পিকনিক, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার পরামর্শ

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৯, ২০২১, ০১:৫২ পিএম বিয়ে, মাহফিল, পিকনিক, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার পরামর্শ

করোনাভাইরাসের উর্দ্ধোগতি ঠেকাতে বিয়ে, মাহফিল, পিকনিক ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "২০ দিনে করোনা সংক্রমণ ৯ গুণ বেড়েছে এবং প্রায় ৪৫ হাজার মানুষ নতুন করে শনাক্ত হয়েছেন। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে হাসপাতালে চিকিত্সা দেওয়া কঠিন হয়ে যাবে।"

মন্ত্রী বলেন, "সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়াতে হবে। বিয়ে, মাহফিল, পিকনিক ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখতে হবে।"

হাসপাতালগুলোর চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, "সরকারি হাসপাতালের আইসিইউতে রোগীদের চাপ বেড়েছে। এক সপ্তাহে যোগ হবে আরও ৪০টি আইসিইউ।" 

এছাড়াও করোনা সংক্রমণরোধে দুই-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।