টিকা নিয়েও জবির সাবেক উপাচার্য সস্ত্রীক আক্রান্ত 

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৩০, ২০২১, ০৮:৩২ পিএম টিকা নিয়েও জবির সাবেক উপাচার্য সস্ত্রীক আক্রান্ত 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তারা চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক খন্দকার মোন্তাসির হাসান।

এছাড়াও তার গাড়ি চালকও করোনায় আক্রান্ত হয়েছেন।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক খন্দকার মোন্তাসির হাসান বলেন, “স্যার, তার স্ত্রী এবং গাড়ি চালক করোনায় আক্রান্ত হয়েছেন। গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক।”

১১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মীজানুর রহমান সস্ত্রীক টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

১৯ মার্চ অধ্যাপক ড. মীজানুর রহমানের জবিতে উপাচার্য পদে তার মেয়াদ শেষ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন।