‘ঈদের পর বাড়তে পারে সংক্রমণ’

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মে ১২, ২০২১, ০১:৫৮ পিএম ‘ঈদের পর বাড়তে পারে সংক্রমণ’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঈদযাত্রায় মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি অবহেলা ও উপেক্ষা করেছে, তাতে সংক্রমণ আরও বাড়তে পারে।

বুধবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পাঁচ লাখ টিকা গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, “সরকার থেকে জনগণকে সুরক্ষিত রাখার জন্য বিধিনিষেধ দেওয়া হয়েছিল। কিন্তু জনগণ সেই বিধিনিষেধ উপেক্ষা করে ঈদে বাড়িতে গিয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে টিকা নেওয়া একটি অন্যতম পন্থা। তবে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। ভাইরাস থেকে সুরক্ষিত মাস্ক পরাও আরেকটি পন্থা।”

জাহিদ মালেক বলেন, “আরও টিকা পেতে চীন সরকারের সঙ্গে আলোচনা চলছে। সিনোফার্মার টিকা চীনসহ বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকার অনুমোদন দিয়েছে। আমরা আশা করি এই টিকাটি আরও বেশি করে আমাদের দেশে আনতে পারব।”