বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত রোববার

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মে ১৫, ২০২১, ১২:৫৮ পিএম বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত রোববার

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জারি করা চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হবে আগামীকাল (১৬ মে)। এর মধ্যে গত বুধবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়তে পারে। 

শনিবার (১৫ মে) গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। আগামীকাল সিদ্ধান্ত হতে পারে।  

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে বিধিনিষেধ দিয়েছিল সরকার। তবে তা ফলপ্রসূ না হওয়ায় পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় সেই বিধিনিষেধ। এ বিধিনিষেধ কার্যকরে ১৩ দফা নির্দেশনা দেয় সরকার। এরপর তা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।