হাবীবুল্লাহ সিরাজী আর নেই

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মে ২৫, ২০২১, ০১:৪৪ এএম হাবীবুল্লাহ সিরাজী আর নেই

না ফেরার দেশে চলে গেলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।  

সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলা একাডেমির কর্মকর্তা পিয়াস মজিদ জানান, মঙ্গলবার (২৫ মে) হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ সর্বস্তরের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হবে।

এছাড়াও ধানমন্ডিতে তার বাসভবন সংলগ্ন মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ জানান, পাকস্থলীর সমস্যার কারণে গত ২৬ এপ্রিল হাবিবুল্লাহ সিরাজী হাসপাতালে ভর্তি হন। পরদিন ২৭ এপ্রিল রাত ৮টায় অস্ত্রোপচার করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরে টিউমার পরীক্ষা করে জানা যায় তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত।

২০১৮ সালের ডিসেম্বর মাসে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগ দেন কবি হাবীবুল্লাহ সিরাজী। 

১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে তার জন্ম। বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতক পাস করেন।

আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা রাখেন কবি হাবীবুল্লাহ সিরাজী।

কবিতায় অসামান্য অবদানের জন্য তিনি ২০১৬ সালে একুশে পদক এবং ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

এছাড়াও যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৭), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৯), বিষ্ণু দে পুরস্কার (২০০৭), রূপসী বাংলা পুরস্কার (২০১০), মহাদিগন্ত পুরস্কারসহ (২০১১) বিভিন্ন পুরস্কারে ভূষিত হন তিনি।

হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে শোক জানিয়েছেন বিশিষ্টজনরা।