সিএনজি ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৯, ১২:৫১ পিএম সিএনজি ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
বাঁ পাশে উদ্ধারকৃত সিএনজি ও ডান পাশে চেতনানাশক। ছবি: ডিএমপি নিউজ।

 

সিএনজি ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ২টি সিএনজি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ অলী (২৩), মোঃ তানভীর ইসলাম (২৪), নুর মোহাম্মদ (৩৭), মোঃ জাকির ওরফে আকবর (৪৫), মোঃ তাইজুউদ্দিন ওরফে মজিবুর রহমান (৪৫) ও মোঃ শিপলু (৩০) ।

শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবির এডিসি সাজাহান সাজু। তিনি জাগরণকে জানান, এই চক্রটি দীর্ঘদিন ঘরেই সিএনজি ছিনতাই করে আসছে। আগেও এরা একাধিকবার গ্রেফতার হয়েছে।

এডিসি বলেন, এদের কাজই হচ্ছে সারা শহর থেকে সিএনজি ছিনতাই করা। সিএনজিতে উঠে ড্রাইভারের চোখে মলম দিয়ে বা চেতনানাশক ওষুধ প্রয়োগে অজ্ঞান করে সিএনজি ছিনতাই করে। এরপর মালিককে ফোন দিয়ে বিকাশে টাকা দাবি করে।

দাবিকৃত টাকা দিলেই সিএনজি ফেরত দেয়া হবে বলে জানানো হয়। এছাড়া মানুষকে এটা ওটা খাইয়ে, চাকু বা ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়েও জিনিসপত্র ছিনতাই করে তারা।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতেই ছিনতাইকৃত ২টি সিএনজি উদ্ধার করা হয়েছে বলে জানান এডিসি ।

আরআর/সাইসে