গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০১:১৯ এএম গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া
গাড়িতে বসে টিকা নেন খালেদা জিয়া ● সংগৃহীত

করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (১৯ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন। 

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টিকা নেয়ার উদ্দেশে বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছেন তিনি। গণমাধ্যমকর্মীসহ বিপুল নেতা-কর্মীর অবস্থান থাকায় তাকে হাসপাতালের ভেতরে নিতে বেগ পেতে হয়। প্রায় ২০ মিনিট পর খালেদা জিয়াকে একটি হুইলচেয়ারে ভেতরে নেয়া হয়।

টিকা নেয়ার পর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বাসার উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছেন খালেদা জিয়া। সরেজমিনে দেখা যায়, সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের ভিড়ের কারণে খালেদা জিয়াকে গাড়ি থেকে নামানো হয়নি। গাড়িতে বসিয়েই তাকে করোনার টিকা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

জাগরণ/এমএ