ফের ঝুলে যাচ্ছে লকডাউন!

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১১:২৮ এএম ফের ঝুলে যাচ্ছে লকডাউন!
অবাধ্য জনগণকে কিছুতেই ঘরে বসিয়ে রাখা যাচ্ছে না ● ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) রোধে চলা কঠোর লকডাউনের সপ্তম দিনে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল।

তবে চেকপোস্টগুলোয় তৎপর রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী।

জরুরি সেবা সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখানোর পর গন্তব্যে বা কর্মস্থলে যাওয়ার অনুমতি পাচ্ছেন। তবে অলিগলিতে লকডাউন ও বিধিনিষেধ মানছে না কেউ।স্বাস্থ্যবিধি মানায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সচেতনতার অভাব।

আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকলেও নানা প্রয়োজনে বাইরে বের হচ্ছে মানুষ।

বুধবার (২৮ জুলাই) থেকে লকডাউনের আদেশ অমান্য করে অনেক অফিস খুলে যাওয়ায় সড়কে বেড়েছে রিকশা চলাচল। ফলে কঠোর বিধিনিষেধ কার্যত পরিণত হয়েছে শিথিল লকডাউনে।

জাগরণ/এসএসকে