বিশিষ্টজনদের টার্গেট করে ব্ল্যাকমেইলও করতেন হেলেনা

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১২:০৯ এএম বিশিষ্টজনদের টার্গেট করে ব্ল্যাকমেইলও করতেন হেলেনা
হেলেনা জাহাঙ্গীর ● সংগৃহীত

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর ১০ থেকে ১৫ জনের একটি সাইবার মনিটরিং টিম গঠন করেছিলেন।

টিমটি দেশের বিশিষ্ট জনকে টার্গেট করে ফায়দা হাসিল করার কাজে জড়িত ছিলো বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (৩১ জুলাই) দুপুরে র‍্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কেউ গেলে সাইবার মনিটরিং টিম তার নামে গুজব ছড়ানোর কাজ করতো। এমনকি অনেককে ব্ল্যাকমেইলও করা হতো। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথোপকথন ফাঁসও করে আসছিলো টিমটি।

খন্দকার আল মঈন আরও বলেন, টিমটি বিভিন্ন জনের ব্যক্তিগত ছবিও এই সাইবার গ্রূপ ভাইরাল করতো।

এর আগে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ৩টি মামলা করে র‍্যাব। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

অন্য মামলাটি হয়েছে মাদকসহ চারটি ধারা একত্র করে। রাজধানীর পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

জাগরণ/এমএ