জুনায়েদ বাবুনগরীর দাফন

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০১:২৪ এএম জুনায়েদ বাবুনগরীর দাফন
সংগৃহীত ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টায় হাটহাজারী মাদরাসায় তার মরদেহ দাফন করা হয়।

এর আগে রাত ১১টা ২০ মিনিটে হাটহাজারী দারুল উলুম আল মাদ্রাসা মাঠে জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা ও হেফাজতের ভারপ্রাপ্ত আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। 

জানাজায় মানুষের উপস্থিতি বেশি হওয়ায় মরদেহবাহী গাড়ি দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা থকে জানাজার আগে নিয়ে আসা হয় হাটহাজারীর ডাক বাংলোর সামনে। পরে সেখানে গাড়ি রেখে জানাজা অনুষ্ঠিত হয়। মাদরাসার ভেতর ও আশপাশের বিভিন্ন সড়কে দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

এর আগে মরদেহ  তার গ্রামের বাড়ি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পরিবারের সদস্যদের দেখিয়ে রাতে হাটহাজারী মাদরাসায় নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান জুনায়েদ বাবুনগরী। তিনি কিডনি সমস্যা ও ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন।

জাগরণ/এমএ

আরও সংবাদ