মেয়র পদ হারাচ্ছেন জাহাঙ্গীর

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০১:১২ পিএম মেয়র পদ হারাচ্ছেন জাহাঙ্গীর
সাম্প্রতিক ছবি

আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর ঝুলছে জাহাঙ্গীর আলমের গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র পদ।

গাসিক মেয়র হিসেবে তার উত্থান ২০১৮ সালের জুনে। দায়িত্ব শেষ হতে এখনও প্রায় ২ বছর বাকি। কিন্তু বিপত্তি ঘটে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্যে।

দুই মাস আগের সেই মন্তব্যের কারণে অবশেষে তাকে বাদ পড়তে হল আওয়ামী লীগ থেকে।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতেই সেই খবরে আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ হয় গাজীপুর সিটির বিভিন্ন জায়গায়।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে গাজীপুরে নিজ বাসভবনে সেই মন্তব্যের জন্য ক্ষমা চান জাহাঙ্গীর। একইসঙ্গে জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মাথা পেতে নেবেন তিনি ।

জাহাঙ্গীর বলেন, ‘আমার ওপর একটা মিথ্যা ও গভীর ষড়যন্ত্র করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাই। আমাকে যেন ক্ষমা করে আওয়ামী লীগ করার সুযোগ দেয়া হয়।’ 

তিনি বলেন, তার বিরুদ্ধে যদি মামলাও হয়, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন।

রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, বহিষ্কৃত জাহাঙ্গীরের মেয়র পদ থাকবে কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আইন পর্যালোচনা করে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদে বলেছেন,  সরকার যদি চায় তাহলে দলীয় পদ না থাকলেও মেয়র পদে থাকতে কোনও আইনি বাধা নেই।

জাগরণ/এমএ