পাট থেকে প্যাড তৈরি করে প্রথম হলেন বাংলাদেশি বিজ্ঞানী

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১২:৫৮ এএম পাট থেকে প্যাড তৈরি করে প্রথম হলেন বাংলাদেশি বিজ্ঞানী
বাংলাদেশি বিজ্ঞানী ফারহানা সুলতানা ● সংগৃহীত

পাট দিয়ে পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড তৈরির মেশিন উদ্ভাবন করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ফারহানা সুলতানা। এ উদ্ভাবনের জন্য চতুর্থ ‘অ্যানুয়াল পিচ ইনোভেশন প্রতিযোগিতায়’ গ্র্যান্ড পুরষ্কার পেয়েছেন তিনি।

তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সহকারী বিজ্ঞানী। 

আমেরিকান সোসাইটি ফর ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন (এএসটিএমএইচ) এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার এ বছরের প্রতিপাদ্য ছিল ‘মহামারি মোকাবিলায় স্থিতিস্থাপকতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব হ্রাস করা।’

আইসিডিডিআরবি তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে, পুরস্কার অংক হিসেবে ফারহানা সুলতানাকে ৫ হাজার মার্কিন ডলার দিয়েছে এএসটিএমএইচ। একইসঙ্গে তিনি ২০২২ সালে অনুষ্ঠিতব্য ৫ম ইনোভেশন পিচ প্রতিযোগিতায় বিচারক হবেন।

আইসিডিডিআরবি জানায়, পুরস্কারের অর্থ দিয়ে সুলতানা আরও অধিক সংখ্যক প্যাড উৎপাদনের জন্য পরীক্ষা চালাবেন, একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করবেন, নিজের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবেন এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন উপায় খুঁজবেন।

জাগরণ/এমএ