মতিঝিলে নটরডেম শিক্ষার্থীদের অবস্থান

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১২:৩৩ পিএম মতিঝিলে নটরডেম শিক্ষার্থীদের অবস্থান
সংগৃহীত ছবি

সিটি করপোরেশনের গাড়ি চাপায় কলেজ ছাত্র হত্যার বিচার চেয়ে রাজধানীর নটরডেম কলেজের সামনে বিক্ষোভ করছে নটরডেমের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সহপাঠী হত্যার দ্রুত বিচারের দাবিতে তাদের এ আন্দোলন শুরু হয়। 

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হন।

এর প্রতিবাদে বুধবার বিকেল তিনটা থেকে মতিঝিলের শাপলা চত্বর ও এর আশপাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।  

ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

 

জাগরণ/এসএসকে