ভূমি দখলবাজ ২ যুবককে সাজা দিল ফরিদপুর আদালত

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ১২:০৪ এএম ভূমি দখলবাজ ২ যুবককে সাজা দিল ফরিদপুর আদালত
ছবি-সংগৃহীত ।

ফরিদপুর সদর উপজেলার মাচ্চার ইউনিয়নের পরানপুর কুলুপাড়া (বেপারী পাড়া) এলাকার দুই ভুমি দখলবাজ যুবক আলমগীর শেখ (৩৩), ওহিদুল শেখ (২৮) কে সাজা দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক তরুন বাছার এই রায় দেন।

মামলা সুত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ নভেম্বর ফসলী জমি জোর করে দখল করার ঘটনায় সৃষ্ট সংঘর্ষে জিআর ৫৩৯/১৩ মামলায় বাদী এস.এম. মাসুদুর রহমান তরুন আসামী ছত্তার সেক, আলমগীর শেখ, ওহিদুল সেক, সিরাজ শেখ, ওবাইদুল শেখের নামে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করে। বাদী তার গ্রামের বাড়ীতে অবস্থান না করার সুযোগে বাদীর পিতার নামীয় রেকডীও ৪০ শতক সম্পত্তি আসামিরা ভুয়া দলিল তৈরি করে বে-আইনীভাবে দখলে যাওয়ার চেষ্টা করে। 

দীর্ঘ সাক্ষ্য ও শুনানী শেষে বিজ্ঞ বিচারক তিন আসামির উপস্থিতিতে এই রায় দেন। একজন আসামির মৃত্যু ঘটায় এসময় ছাত্তার শেখকে খালাস ও ছাত্তার শেখের ছেলে আলমগীর শেখ এবং সিরাজ শেখের ছেলে ওহিদুল শেখ কে আদালত দশ দিনের করে সাজা দেয়। পরে সাজা হিসাবে আলমগীর ও ওহিদুলকে জেল হাজতে পাঠানো হয়।

 

এসকেএইচ//