এলপিজির দাম কমল আরও

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০১:৫৪ এএম এলপিজির দাম কমল আরও
প্রতীকী ছবি

বছরের প্রথম মাসেই কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম। এই দফায় ৫০ টাকা কমিয়ে ভোক্তা পর্যায়ে বেসরকারি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭৮ টাকা।

জানুয়ারি মাসের জন্য নতুন এই দর সোমবার (৩ জানুয়ারি)  সন্ধ্যা ৬টা থেকে কার্যকর  শুরু হয়েছে। 
ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতো ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির দাম কমে হয়েছে ৫৪ টাকা ৯৪ পয়সা। এর আগে ডিসেম্বরে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ২২৮ টাকা।

টানা পাঁচ মাস মূল্যবৃদ্ধির পর গত ডিসেম্বরে এলপিজির দাম কমা শুরু করে। সৌদি সিপি অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মূল্য কমে আসার কারণে জানুয়ারিতে দ্বিতীয় মাসের মত দাম কমল এলপিজির।

জাগরণ/এসএসকে