যুক্তরাষ্ট্রে অস্থিরতা

এই সংকট সাম্রাজ্যবাদের

সলিমুল্লাহ খান প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১, ১২:২০ পিএম এই সংকট সাম্রাজ্যবাদের

খুব কঠিন বিষয় [সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক টালমাটাল অবস্থা]। একটা বিষয় পরিষ্কার, যে বস্তুকে গণতন্ত্র বলা হয় তা সবসময়ই এই জিনিসই। অন্য সময় আড়ালে থাকতো, এখন সামনে এলো।

মার্কিনদেশ সারা পৃথিবীতে এতদিন যে তাণ্ডব চালিয়ে এসেছে, এখন তার একটি সামান্য নমুনা মাত্র দেখছে স্বদেশে। এই সংকট গণতন্ত্রের নয়, এই সংকট সাম্রাজ্যের বা আরো সত্য বলার দুর্জয় সাহস থাকলে বলতাম সাম্রাজ্যবাদ বা ডাকাতি ব্যবসায়ের।

আমাদের দেশে যারা মনে করেন মার্কিন দেশের আদর্শই আমাদের আদর্শ তারা কি বলবেন? তারা বলবেন, এটা একজনের পাগলামি মাত্র। কিন্তু এ বস্তু তো ঐদেশের অন্তর্গত বর্ণবাদ আর আন্তর্জাতিক জগতে সাম্রাজ্যবাদের সংকটের আলামত। তা নয় কি?

শ্লোগান আর প্লাকার্ড চোখে পড়লো, জো বাইডেন চীনের দালাল। আগে শুনেছি ডোনাল্ড ট্রাম্প রুশদেশের খাজাঞ্চি। এতেই প্রমাণ সাম্রাজ্যের অহঙ্কার খর্ব করে বাধিত হচ্ছেন তারা। একটা বিশ্বযুদ্ধের পাঁয়তারা কি সুন্দর, কি সুদূর!

 

লেখক: শিক্ষক ও চিন্তাবিদ