মিয়ানমারে সেনা অভ্যুত্থান 

বাংলাদেশের সঙ্গে নতুন কোনো সংকট তৈরি করবে না

আলী রীয়াজ প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২১, ১২:০৬ এএম বাংলাদেশের সঙ্গে নতুন কোনো সংকট তৈরি করবে না

মিয়ানমারে সেনা অভ্যুত্থান রোহিঙ্গা শরণার্থী সংকট বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বড় ধরণের পরিবর্তন ঘটাবে বলে আমি মনে করি না। 

এই অভ্যুত্থান বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের নতুন করে কোনও সংকট তৈরি করবে না এই অর্থে যে, রোহিঙ্গা সংকট বিষয়ে অং সান সু চি সরকার সেনাবাহিনীর নীতিই অনুসরণ করেছে। তা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে এমন কোন অগ্রগতি হয়নি যা থেকে পিছিয়ে পড়ার বিষয় থাকবে। 

তবে যেহেতু সেনাবাহিনী এখন বলছে যে এক বছরের জন্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং নিজেদের সাময়িক ব্যবস্থা বলছে সেহেতু আগামী দিনগুলোতে প্রত্যাবসান আলোচনা না হওয়াই স্বাভাবিক, কিংবা হলেও তাতে কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকবে না।