ক্যান্টনমেন্টে কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত    

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০১৯, ০২:১৯ পিএম ক্যান্টনমেন্টে কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত    
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত -ছবি : জাগরণ


সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্টে কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাবৃন্দ ওই জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজার নামাজের শুরু হওয়ার আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোটভাই ও সাবেক মন্ত্রী জিএম কাদের এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া দোয়া চান। 

এ সময় জি এম কাদের বলেন, উনার একটি বর্ণাঢ্য জীবন ছিল। উনি এদেশের সেনাবাহিনীর প্রধান, সাবেক রাষ্ট্রপতি ছিলেন। ১৯৯১ সাল থেকে সংসদ নির্বাচনে আমার ভাই প্রত্যেক নির্বাচনে একাধিক আসনে জয়ী হয়েছেন। তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। দেশের স্বার্থে উনি অনেক অবদান রেখে গেছেন। 

তিনি আরো বলেন, উনার ভাই হিসেবে বলছি, উনি যদি কোন ভুল করে থাকেন তবে আপনারা ক্ষমা করে দেবেন। সকলে উনার জন্য দোয়া করবেন।  

এএইচএস/আরআই

আরও সংবাদ