জাতির জনকের হত্যার দিনে জন্মদিন পালনে স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জা

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৮:২৩ পিএম জাতির জনকের হত্যার দিনে জন্মদিন পালনে স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-ফাইল ছবি

শোকাবহ ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিন কেউ যখন মিথ্যা জন্মদিন পালন করে, তখন লজ্জায় নত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এ কাজেই বোঝায় যায়  নির্মম এই হত্যাযজ্ঞে কারা জড়িত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর ফার্মগেইটের খামারবাড়িতে এক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, আমি অনেক দেশে যাই। যারা আমাকে চেনেন তারা পথের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, আপনারা সেই দেশের লোক যে দেশের মানুষ জাতির পিতাকে হত্যা করে। তখন লজ্জায় আমার মাথা নত হয়ে যায়। তবে বলে আসতে পারি, আমরা তাদের ক্ষমা করিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন তাদের কেউ ক্ষমা করেনি। আমরা হত্যাকারীদের দেশে দেশের বাহিরে থেকে খুঁজে খুঁজে এনে ফাঁসির কাস্টডিতে তুলেছি। তারা কখনও ক্ষমা পাওয়ার যোগ্য না।

এইচএম/এসএমএম

আরও সংবাদ