কাতার বিএনপির তিন নেতাকে বহিষ্কার      

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ১২:০৬ পিএম কাতার বিএনপির তিন নেতাকে বহিষ্কার      
বহিষ্কৃত কাতার বিএনপি নেতারা

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাতার বিএনপির তিন নির্বাচিত নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করেছে বিএনপি। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।               

বহিষ্কৃতরা হলেন- কাতার বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ, সহ-সভাপতি এম নুরুজ্জামান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুনছুর উল্লাহ রাশেদ।      

বহিষ্কারাদেশে রিজভী আহমেদ বলেছেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অপরাধে বিএনপি কাতার শাখার এই তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হল।      

প্রসঙ্গত, বাংলাদেশের বাইরে বিএনপির যতগুলো শাখা রয়েছে তার মধ্যে একমাত্র কাতার বিএনপির কমিটি সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি। সম্মেলন ও নির্বাচনে আবু সায়েদ সভাপতি এবং শরিফুল হক সাজু সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হয়েছেন। চলতি বছরের গত ৩০ মে কাতার বিএনপির সম্মেলন ও নির্বাচন হয়।                     

টিএস/বিএস