জেএসডির সম্পাদক মালেক রতনের সংবাদ সম্মেলন শনিবার

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৭:১৮ পিএম জেএসডির সম্পাদক মালেক রতনের সংবাদ সম্মেলন শনিবার
জেএসডির লোগো

আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির বিদ্রোহীরা পার্টির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের নেতৃত্বে সংবাদ সম্মেলন ডেকেছে শনিবার। ওইদিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জেএসডি’র বিদ্রোহী ৮ নেতা উপস্থিত থাকবেন।  

জানা গেছে, কোন পরিস্থিতি ও কেন জেএসডিতে এত ক্ষোভ তার ব্যাখা দেয়া হবে এ সংবাদ সম্মেলনে। এতে আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন পার্টির বিদ্রোহী অংশের নেতৃত্বদানকারী নেতা বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। আ স ম আব্দুর রবের নেতৃত্বাধীন জেএসডির বিদ্রোহীরা পার্টির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের নেতৃত্বে সংগঠিত হয়ে নতুন জাসদ করার পক্ষেই অগ্রসর হচ্ছেন। যদিও বলা হচ্ছে  ১১ জানুয়ারি জাতীয় কনভেনশন প্রস্তুতি কমিটির সামনের দিনগুলির কার্যক্রম তুলে ধরতেই সংবাদ সম্মেলন। তবে জানা গেছে, সংবাদ সম্মেলনের মধ্যদিয়েই মুলত জাসদের আরও একটি নতুন ব্র্যাকেট তৈরি হতে যাচ্ছে।
  
আগামীতে দলটির হাল ধরাকে কেন্দ্র করেই সভাপতি আ স ম আব্দুর রব  ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের মধ্যে মতভেদের কারণেই জেএসডিতে এই ভাঙ্গন দেখা দিয়েছে। ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র, কোটারিতন্ত্র, রাজনৈতিক বিচ্যুতি ও বিগত একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ‘টাকা’ লেন-দেনের অভিযোগ এনে আসন্ন কাউন্সিলকে অবৈধ ঘোষণা করে আবদুল মালেক রতনের নেতৃত্বে বিদ্রোহীরা ১১ জানুয়ারি জাতীয় কনভেনশনও ডেকেছেন। যদিও আ স ম রবের মূল জেএসডি আগামী ডিসেম্বরের ২৮ তারিখে দলের সম্মেলন আগেই ডেকেছে।
 
টিএস/বিএস