অনশনরত শ্রমিকের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করে বিবৃতি

জাগরণ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৯, ০৩:৫৫ পিএম অনশনরত শ্রমিকের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করে বিবৃতি

অনশনরত পাটকল শ্রমিকদের মৃত্যুর জন্য সরকারকে দায়ী করে বিবৃতি দিয়েছে ৪ সংগঠন। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জাতীয় মুক্তিমঞ্চের অস্থায়ী কার্যালয়ে ৪ সংগঠনের সমন্বয়ক ফয়জুল হাকিমের সভাপতিত্বে এক সভায় এই বিবৃতি দেয়া হয়।

সংঘঠন গুলো হলো- জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট।

সভায় খুলনায় অনশনরত পাটকল শ্রমিক আবদুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলা হয়, এই মৃত্যু রাষ্ট্র কর্তৃক এক হত্যাকাণ্ড। পাটকল শ্রমিকদের জন্য ঘোষিত মজুরী কমিশন ২০১৫ হাসিনা সরকার বাস্তবায়ন না করা, শ্রমিকদের বকেয়া মজুরি ও পাওনা ঝুলিয়ে রাখা, অনশনরত শ্রমিকদের আন্দোলনকে উপেক্ষা করার ফলে এই মৃত্যু। 

সভায় কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে ১৪ জন শ্রমিক মৃত্যুর ঘটনাকে হত্যা হিসেবে উল্লেখ করে বলা হয়, এই শ্রমিক হত্যার জন্য কারখানা মালিক ও সরকার দায়ী। ভবন ধসে, আগুনে পুড়ে শ্রমিক মৃত্যুর কারণ জানা সত্ত্বেও কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা আজও নিশ্চিত করা হয়নি। এ সময় সরকারের বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে সংগ্রাম বেগবান করার আহ্বান জানানো হয়।

টিএস/একেএস

আরও সংবাদ