তাবিথের গাড়িতে হামলার অভিযোগ, আহত ১০ হাসপাতালে 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৯:২৩ এএম তাবিথের গাড়িতে হামলার অভিযোগ, আহত ১০ হাসপাতালে 
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দলের ১০ কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এক কাউন্সিলর প্রার্থী।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানী বাড্ডার শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালির উল্টো পাশে এ হামলার ঘটনা ঘটে। ঢাকা উত্তর সিটির ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দীন জুয়েলের নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধন শেষে ফেরার পথে এ হামলা চালানো হয়।

অভিযোগ করে শরিফ উদ্দীন জুয়েল বলেন, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল আমার নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধন করতে এসেছিলেন। অফিস উদ্বোধন শেষে আমরা (তাবিথ আউয়াল, ফুটবলার আমিনুল হক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন) একই গাড়িতে ফিরছিলাম। তখন আমাদের গাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এ সময় আমার ১০-১২ জন কর্মী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিএস/বিএস