ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব : সাইফুদ্দিন মিলন 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৮:০২ পিএম ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব : সাইফুদ্দিন মিলন 
নির্বাচনি প্রচারণায় হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন - ছবি : জাগরণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, কথায় নয়, আমি কাজে বিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব। আমি পুরান ঢাকার সন্তান। ঢাকার মূল সমস্যা কী তা আমি জানি। অনেকে পুরান ঢাকায় জন্ম নিলেও পরে নতুন ঢাকায় বসতি গড়ে। আমার জন্ম এই পুরান ঢাকায়। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই ঢাকাবাসীর সুখে-দুখে সবসময় পাশে থাকব। 

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর কর্ণফুলী মার্কেট, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, খিলগাঁও, শাহজাহানপুর, বাসাবো বালুর মাঠ, দক্ষিণ গোড়ান, মুগদা, সায়েদাবাদ এলাকায় লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

দিনব্যাপী এ গণসংযোগকালে মিলন ৫টি পথসভায় বক্তব্য রাখেন। এসময় তার সঙ্গে তার ছেলে রাকিব উদ্দিন আহমেদ আবির, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ইসহাক ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা ফখরুল আহসান শাহজাদা, সুমন আশরাফসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টিএস/ এফসি