খালেদার বাসার সামনে ভিড় না করতে নির্দেশ ফখরুলের

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০২০, ১০:১১ পিএম খালেদার বাসার সামনে ভিড় না করতে নির্দেশ ফখরুলের
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ● সংগৃহীত

করোনা পরিস্থিতির মধ্যে কারাবন্দি খালেদার জিয়ার মুক্তি হলে আবেগে আপ্লুত হয়ে তার বাসার সামনে যেন নেতা-কর্মীরা ভিড় বা জনসমাগম না করেন, সে ব্যাপারে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় বিএনপি গুলশান কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি তার (খালেদা জিয়া) মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করে আসছিল। ঠিক সেই মুহূর্তে বেগম জিয়ার পরিবার বেগম জিয়ার মুক্তির আবেদন করে। তবে সরকারের শর্ত বোধগম্য নয় বিএনপির।

এর আগে বেগম জিয়ার মুক্তির বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিদেশে গমন না করার শর্তে প্রধানমন্ত্রীর আদেশে খালেদা জিয়ার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে।  খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে গিয়েও তিনি চিকিৎসা নিতে পারবেন। তবে তাকে ঢাকার নিজ বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে এবং এই সময় তিনি বিদেশ যেতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাকে মুক্তি দিলেই এ আদেশ কার্যকর হবে।

এসএমএম