‘সিন্ডিকেটের কারণে গণস্বাস্থ্যের কিটকে নাকচ করা হয়েছে’

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৮, ২০২০, ০৩:০৮ পিএম ‘সিন্ডিকেটের কারণে গণস্বাস্থ্যের কিটকে নাকচ করা হয়েছে’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ● সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের কারণে গণস্বাস্থ্যের কিটকে নাকচ করা হচ্ছে। সরকার জানেই না, জোনভিত্তিক লকডাউন কোথায় ও কীভাবে করা হবে।

রোববার (২৮ জুন) জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসকদলের উদ্যোগে ‘হোমিওপ্যাথিক করোনাভাইরাস প্রতিষেধক ওষুধ বিতরণ’ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) এ সারা বিশ্বে পাঁচ লাখের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এবং আমাদের দেশের লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। সরকারি হিসাব মতে, প্রায় দুই হাজারের ওপরে মানুষ মৃত্যুবরণ করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো তারা দেশে রেড জোন, ইয়োলো জোন এবং গ্রিন জোন করা হবে। ঢাকা শহরকে গ্রিন জোন করে কতগুলো অঞ্চলকে ভাগ করা হয়েছে এবং সেগুলোতে তারা কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করবেন। কিন্তু একমাত্র পূর্ব রাজাবাজার ছাড়া সেটা কোথাও হয়েছে বলে আমার জানা নেই।

এসএমএম