বিএনপির অভিযোগ নাকচ করলেন হাবীব

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০, ১১:১৮ এএম বিএনপির অভিযোগ নাকচ করলেন হাবীব

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বহিরাগতদের আনা হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের এই অভিযোগের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসান বলেছেন, এই আসনের জনগণ আমার সঙ্গে আছে, বহিরাগত কারও দরকার নেই। 

সেই সাথে ভোট কেন্দ্রে পুলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া, এজেন্ট ঢুকলে বের করে দেওয়া, বিএনপি সমর্থিত ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া- বিএনপির করা এমন সব অভিযোগের সত্যতা কোথাও পাননি বলে মন্তব্য করেছেন হাবিব হাসান। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এক ব্রিফিংয়ে হাবীব আরো বলেন, কোথাও এমন পরিস্থিতি হতে দেখিনি আমি। আপনারাও (সাংবাদিক) এর ভালো জবাব দিতে পারবেন, আপনারা দেখছেন। বিএনপি সবসময়ই অভিযোগ করে। জনগণের ভোটে আমি ইনশাল্লাহ নির্বাচিত হবো। 

গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় এই ঢাকা-১৮ আসন। এই উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

জাগরণ/এমআর